রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে তারা অবস্থান নেয়।
রবিবার (১৫ জুলাই) পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে।
গুরুত্বপূর্ণ এ রাস্তা বন্ধ করার ফলে পল্টন, গুলিস্থান, মতিঝিল সড়কে যানজটের সৃষ্টি হয়েছে ।
দিশারী পরিবহন নামে একটি বাসকে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাসের চালক আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, শহরে এমনি সারা রাস্তা জ্যাম, তার মধ্যে আন্দোলনকারী লোকগুলো রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে। এখন কি করবো বুঝতে পারছি না। বাস পিছনের দিকেও নিয়ে যাওয়া যাবে না।
বাসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, মিরপুরে যাবো, এমনিতেই রাস্তায় জ্যাম তার মধ্যে বাস আটকিয়েছে আজ মনে মনে হয় যেতে পাড়বো না ।
তিনি আরও বলেন, তারা অবস্থান করছে করুক, সাধারণ জনগণকে কষ্ট দিয়ে কেন করবে?
কর্মসূচিতে ২ থেকে আড়াই হাজার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।