রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনের পাশের ৯তলা একটি ভবনের ৭তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টা ৫৫ মিনিটে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।