Ultimate magazine theme for WordPress.

মসজিদে কম আসাই ভালো: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় সকল অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জহিদ মালেক। একইসঙ্গে মসজিদে নামাজ পড়তে মানুষ কম আসার অনুরোধ করেন তিনি।

রবিবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরও বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভালো। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি আরও বলেন, এই করোনার কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদেও মানুষ সীমিত আসাই ভালো।

তিনি জানান, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.