বেনাপোল-ঢাকা সরাসরি বিরতীহীন রেল সার্ভিস চলাচললের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী আগামী ১৭ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ রেল সার্ভিসের উদ্ভোধন করবেন।
প্রধানমন্ত্রী এ রেল সার্ভিসের নামকরন করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’। পদ্মা সেতু চালু হলে আন্তঃদেশীয় মৈত্রী ট্রেনও ঢাকা থেকে ছেড়ে পদ্মাসেতু হয়ে বেনাপোল হয়ে কলকাতা যাবে বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান জানান।
রেল সার্ভিসের শুভ উদ্বোধন সামনে রেখে শনিবার (১৩ জুলাই) দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন বাংলাদেশ রেলওয়ে অধিদফরের মহাপরিচালক।
পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন। এতে বক্তব্য রাখেন, রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, রেলের পশ্চমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার সহিদুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ শওকত, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিউর রহমান।