কুমিল্লায় আদালতের মধ্যেই এক আসামির ছুড়িকাঘাতে অপর আসামিক মৃত্যু হয়েছে। অতিরিক্ত তৃতীয় জেলা ও দায়েরা জজ ফাতেমা ফেরদাউছের আদালতে শুনানি চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফারুক (২৮)। নিহত ফারুক মনোহরগঞ্জ উপজেলার অহিদুর রহমানের ছেলে।
এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘাতক হাসানকে আটক করেছে। তারা উভয়ই একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঘাতক মোঃ হাসান পার্শ্ববর্তী লাকসাম পৌরসভা বোসপাড়ার সহিদুল্লাহর ছেলে বলে জানা গেছে। নিহত ফারুক ও ঘাতক হাসান দুজনই মনোহরগঞ্জ থানার জিআর ৮৩/১৩ ও এসটি ২০২৭/১৫ হত্যা মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার পিপি এডভোকেট নুরুল ইসলাম ও কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী।