দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন একমাত্র ছেলে এরিক এরশাদ।
রবিবার (১৪ জুলাই) রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
তিনি বলেন, আমার বাবা দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের ভালো কাজ করেছেন। তার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা যেন বেহেশতবাসী হোন।