গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার। তিনি জানান, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় গাড়িটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হন।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তাদেরও মৃত্যু হয়।