ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে টাঙ্গানো পোস্টার অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী এলাকার ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি।
এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে আতিকুল ইসলাম বলেছেন, ‘আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত করা হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি পোস্টার মুক্ত করা হবে। আগামীকাল, পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করব।’
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম। সবাই মিলে সবার ঢাকা; সুস্থ, সচল আধুনিক ঢাকা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়র পদে নির্বাচনে বিশিষ্ট এ ব্যবসায়ী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।
ডিএনসিসি নির্বাচনে মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।