নির্দিষ্ট ৩০ পৌরসভায় পানি সরবরাহ, স্যানিটেশনের উন্নয়ন ও এক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ১শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।
শুক্রবার (১২ জুলাই) পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ৩০টি পৌরসভার ৬ লাখ মানুষ নিরাপদ পানি ও স্যানিটেশন পাবে।
বর্তমানে ৬০ উপজেলায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা নেই। এই প্রকল্পের মাধ্যমে মিটার, বাসা-বাড়িতে সংযোগ, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক, পানি সংরক্ষণ, পানি শোধনসহ পানি অবকাঠামো গড়ে তোলা হবে।
বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষের বিভিন্ন ধরনের উন্নত পানির উৎস রয়েছে। কিন্তু মাত্র ১০ শতাংশ মানুষ পাইপ লাইনে পানির সুবিধা পায়।