মোঃ তারিকুর রহমান, চুয়াডাঙ্গা: আগামী ২৯ ফেব্রুয়ারি দর্শনা থানাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দর্শনায় আসছেন। এ উপলক্ষে উথলী ইউনিয়ন আওয়ামীলীগ মঙ্গলবার উথলী ডিগ্রী কলেজ মাঠে বিকাল ৪ টায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা করে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি কফিলউদ্দিন কফিল, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ সহ উথলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।
আগামী ২৯ ফেব্রুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল চুয়াডাঙ্গার দর্শনাকে আনুষ্ঠানিকভাবে থানা হিসাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।