Ultimate magazine theme for WordPress.

ঢাকায় গরুর চামড়া ৪৫-৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫-৪০

দেখতে দেখতে চলে আসছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। ঈদুল আজহায় তাই বেড়ে যায় পশুর চামড়ার লেনদেন। প্রতি বছরের ন্যায় এবারও পশুর চামড়ার দোম নির্ধারণ করে দিলো সরকার। 

মঙ্গলবার (৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশুর চামড়ার দাম নির্ধারণের ঘোষণা দেন। চামড়া ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করা দাম অনুযায়ী- ঢাকায় লবনযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকাে এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৫-৪০ নির্ধারণ করা হয়েছে। 

খাসির চামড়ার দাম সারাদেশে ১৮-২০ টাকা, বখরি ১৩-১৫ টাকা ও মহিষের চামড়া প্রতি বর্গফুট ৩৫-৪০ নির্ধারণ করা হয়েছে। 

চামড়ার দাম কমবে না জানিয়ে এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ারা দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।’

Leave A Reply

Your email address will not be published.