রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে শিশু রিয়ানা আকতার। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে। রিয়ানা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র ডা. সাইদুজ্জামান।
তিনি জানান, রিয়ানা আকতার আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল। গত ৩ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকালে সে মারা যায়। এটি রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু বলেও জানান তিনি।