Ultimate magazine theme for WordPress.

ছাত্রী ধর্ষণের বিচার চেয়ে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

Image result for ছাত্রী ধর্ষণের বিচার চেয়ে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির করা এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ধর্ষককে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সকল শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলকে অমানবিকতার বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজে ঘটে যাওয়া নৃশংসতা এবং অমানবিকতার বিষয়ে আমরা সকলে যদি সোচ্চার হই, তাহলে একটি ভালো সমাজ বিনিমার্ণে সক্ষম হব।‘

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।
Leave A Reply

Your email address will not be published.