জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার একাডিমী মোড় থেকে গতকাল বিকাল আনুসানিক ৫.৪৫মিনিটের দিকে (৪৬)বতল ফেনসিডিল সহ দুজন যুবকে আটক করেছে চুযাডাঙ্গা জেলা পুলিশ ।

আটকৃত দুই যুবকের বাড়ি কুষ্টিয়াতে,প্রতি দিনের মতো বিকালে চুয়াডাঙ্গা জেলার পুলিশের টি,এস,আই জনাব মোর্শেদ আলম সহ কনস্টেবল আলমগীর সহ চুয়াডাঙ্গা একাডিমী মোড়ে অবৈধ গাড়ির কাগজপএ চেকিং করার জন্য চেকপোষ্ট বসায়,এমন সময় বড় বাজারের দিক থেকে খুব দ্রুতগতিতে চলে আসা ইয়ামাহা কোম্পানির লাল কালো রংরে ফিজার,তাদের দারানোর সিগনাল দিলে তারা তা অমান্য করে।এবং টি,এস,আই মোর্শেদ আলমকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ও দু’যুবক,এতে টি এস আই মোর্শেদ আলম সামান্য আহত হয়।

তাদের আটককের তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা কালো রংরের ব্যাগ থেকে (৪৬)বোতল ফেনসিডিল উদ্ধার করে।আটকৃত দুজন সজীব(২৫)ও লিয়ন(২৪)সহ গ্রেফতার করে থানায় নেওয়া হয়।শেষ খবর পাওয়া পযন্ত মামলা সহ তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।