চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এ নির্বাচনও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে কমিশনদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে, আজ ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনে ব্যারিস্টার ফজলে নূর তাপসের ঢাকা-১০ আসনে ইভিএম এবং বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে।