চট্টগ্রামে বিদেশি অস্ত্রসহ মো. রাকিব (২৫) ও মোহাম্মদ তুষার (২৯) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকার গোয়ালপাড়া রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাকিব নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার
মো. সাগিরের পুত্র ও আবদুন নুর তুষার প্রকাশ মোহাম্মদ তুষার একই এলাকার আবদুল মোনাফের পুত্র।
নগর গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে সিআরবি এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।