Ultimate magazine theme for WordPress.

করোনা ভাইরাসে নওগাঁয় ৪৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁয় ৮টি উপজেলায় ৪৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন সাপাহার উপজেলায়। এ সংখ্যা ২১ জন।

নওগাঁ জেলার সিভিল সার্জন ডা. এস,এম আখতারুজ্জামান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকেই বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে।

তিনি বলেন, সাপাহার উপজেলায় ২১ জন ছাড়াও নওগাঁ সদরে ১, নিয়ামতপুরে ২, ধামইরহাটে ১, বদলগাছী ৩, মহাদেবপুরে ২, আত্রাইয়ে ১২, রানীনগরে ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তাদের বলা হয়েছে যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে উন্নত চিকিৎসা দেবেন।

সিভিল সার্জন আরো জানান, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি।

Leave A Reply

Your email address will not be published.