Ultimate magazine theme for WordPress.

করোনা আতঙ্ক: পোলট্রির ব্যবসা তলানিতে! ১.৭৫ লক্ষ মুরগি হত্যা ও ৯ লক্ষ ডিম নষ্ট করলেন এই চাষী

করোনার আতঙ্কের জেরে তলানিতে নেমে গিয়েছে পোলট্রির ব্যবসা। সেই আতঙ্কে মহারাষ্ট্রের এক পোলট্রি চাষী নিজের ফার্মের প্রায় পাঁচকোটি টাকার জিনিস নষ্ট করলেন। তার মধ্যে রয়েছে একদিনের লক্ষাধিক মুরগির ছানা ও ডিম।

দিনে দিনে করোনার আতঙ্ক গ্রাস করছে ভারতে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬২। করোনার ভয়ে ত্রস্ত দেশবাসী। করোনার আতঙ্কে প্রভাব পড়েছে মুরগি ব্যবসায়। তার জেরে মহারাষ্ট্রের ডাহানুর এক পোলট্রি চাষী প্রায় পাঁচ কোটির পোলট্রির জিনিস ধবংস করলেন। যার মধ্যে একদিন বয়সির ১.৭৫ লক্ষ মুরগির প্রাণ নিলেন ওই চাষী। নষ্ট করেছেন ৯ লক্ষ হ্যাচারির ডিমও।

সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়াচ্ছে করোনা নিয়ে গুজব। তার জেরে আছড়ে পড়েছে পোলট্রি ব্যবসায়। গুজরাটের তিনটি জায়গায় প্রায় ৩৫টি পোলট্রি ফার্ম ও তিনটি হ্যাচারি বন্ধ করতে বাধ্য হন ড. সুরেশ ভাটলেকর। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য দ্রুত ছড়াচ্ছে। করোনা আতঙ্কে এমনিতেই ব্যবসা তলানিতে। নেটপাড়ার গুজবের জেরে ফার্মে কোনও শ্রমিক কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে পোলট্রির ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হলেন তিনি।

সোশ্যাল মিডিয়ার কারণে পোলট্রি ব্যবসা মাথায় উঠেছে। পুনের পোলট্রি ব্রিডিং অ্যাসোসিয়েশনের তরফে সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, পশ্চিমবঙগের মেদিনীপুরের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এমনই সব গুজব ছড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুনের সিটি পুলিশ দ্রুত গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.