বেতনসহ পাওনা পরিশোধের দাবিতে আবারো এসএ টিভির সামনে অবস্থান নিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা । আমারণ অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য।

আবু জাফর সূর্য বলেন , আমরা শান্তিপূর্ণ আবস্থান পালন করছি আমাদের মালিককর্তৃপক্ষ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।
তিনি আরো বলেন, যতক্ষণ সাংবাদিকদের প্রাণ আছে কোনো হুমকি ধামকির কাজ হবে না। সাংবাদিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এ দাবি পূরণ না হবে আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

এ আনন্দোলনে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, জুনায়েদ আলী সাকি, সাইফ আলী, সুমন মোস্তফা, রানাসহ চাকরিচ্যুত গণমাধ্যমকমীর্রা।