Ultimate magazine theme for WordPress.

ইবিতে এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষার ফলাফল শুক্রবার (২ আগস্ট) প্রকাশিত হয়েছে।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, পিএইচডি পরীক্ষায় মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, এতে উত্তীর্ণ হয়েছে ৭ জন। অন্যদিকে এমফিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন, এতে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ জন।       

শুক্রবার উপাচার্যের কাছে এ ফলাফল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও আইআইইআর এর পরিচালক অধ্যাপক মেহের আলী।

উল্লেখ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।  
ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।   

Leave A Reply

Your email address will not be published.