নব্বইয়ের দশকের জনপ্রিয় এই ব্যান্ড গায়ক হাজির নতুন গান নিয়ে

পুরো নাম জামাল উদ্দিন নাসের। তবে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘ইভস’-এর ভোকাল নাসির নামেই তিনি বেশি পরিচিত।

সেই সময় ব্যান্ডের হয়ে তাঁর গাওয়া ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘যেতে চাই আমি ওই নিরালায়’সহ বহু গান জনপ্রিয়তা পায়। ১৯৯৪-৯৫ সালের দিকে ব্যান্ড ছাড়েন এই গায়ক। এর পর থেকে একক গায়ক হিসেবেই গেয়ে আসছেন তিনি।
তবে একক ক্যারিয়ার শুরুর পর গায়কের অনেক ভক্ত-শ্রোতাই পুরোনো সেই ব্যান্ডের নাসিরকে মিস করছিলেন। অনেক দিন পর এবার পুরোনো ধাঁচে গান করলেন নাসির। রাজধানীর একটি স্টুডিওতে ‘তোমাকে পাবার নাই উপায়’ শিরোনামের গানটি রেকর্ড হয় গত বুধবার।

নতুন গান প্রসঙ্গে নাসির বলেন, ‘এখন আমি ফোক ও আধুনিক গান বেশি করি। হঠাৎ করেই একটু অন্য আঙ্গিকে এ গান করলাম। অনেক দিন পর ব্যান্ডের আদলে গাইলাম। বেশ ভালো লেগেছে। গাইতে গাইতে মনে হয়েছে যেন সেই নব্বইয়ের দশকেই ফিরে গেছি। মনে হয়েছে, নিজের বয়সও যেন অনেকটা কমে গেছে। একটা রক ভাব আছে গানটিতে। বেশ উঁচু স্কেলে গেয়েছি। গানটির কথা হাতে পাওয়ার পর গুনগুন করে গাওয়ার চেষ্টা করছিলাম। তখনই মনে হয়েছিল, এখন যে ধারার গান চলছে, তার বাইরে গিয়ে আলাদা করে এই গানটি করা সম্ভব। সুর-সংগীতও দারুণ হয়েছে।’

গানটি গাওয়ার পর ভীষণ নস্টালজিক হয়ে পড়ার ঘটনাও জানালেন নাসির, ‘গাওয়ার পর যখন নিজে শুনছিলাম, অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। এই সময়ের শ্রোতাদের কাছে নতুন স্বাদ দেবে গানটি।’

 

জনপ্রিয়

একক শিল্পী হিসেবে নাসিরের কণ্ঠে ‘কিশোরী’, ‘নদীর ঢেউয়ের পর ঢেউ’, ‘একদিন সব ছেড়ে চলে যাব’সহ অনেক গানই আলোচনায় এসেছে।

আবার ব্যান্ডে ফিরবেন কি না, জানতে চাইলে এই গায়ক বলেন, ‘মনে হয় আর ব্যান্ডে ফেরা হবে না। কারণ, এখন আমি একক শিল্পী হিসেবে গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
তবে একক গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও বিভিন্ন স্টেজ শো, টিভি শো করতে গেলে দর্শকদের কাছ থেকে ‘ইভস’ ব্যান্ডের সেসব জনপ্রিয় গানের অনুরোধ আসে। নাসির বলেন, ‘শো করতে গেলে অনেকই “বন্যেরা বনে রয়” কিংবা “ভাঙচুর প্রেম”সহ ব্যান্ডের অনেক জনপ্রিয় গান গাওয়ার অনুরোধ করেন। তখন প্রস্তুতি না থাকলেও দর্শককে খুশি করতে অন্তত গানের মুখ বা একটা অন্তরা গাইতে হয়।’

 

জনপ্রিয়

 

‘তোমাকে পাবার নাই উপায়’ গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সংগীত করেছেন সাদ শাহ।
নাসির জানালেন, গানটির মিউজিক ভিডিওর প্রস্তুতি চলছে। তাঁর নিজের ইউটিউব চ্যানেল থেকেই ভিডিওটি প্রকাশ পাবে।

 

 

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে সংস্কৃতিকর্মীদের অনুরোধ

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রী-র মৃত্যু

Leave A Reply

Your email address will not be published.