ছোট্ট একটা অভিযোগ

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার বলিউডে অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত। অ্যানিমেল ছবি দিয়ে বলিউডি ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি। এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে রাশমিকার জুটি দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। সম্প্রতি রাশমিকা এক সাক্ষাৎকারে বলেছেন যে ছবির সেটে রণবীরের বিষয় তাঁর পছন্দ নয়।

 

অভিযোগ

 

অ্যানিমেল ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ক্রমে বেড়েই চলেছে। কারণ, এ ছবিতে একদিকে বলিউড সুপারস্টার রণবীর কাপুর, আরেক দিকে ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। রণবীরের হাত ধরে বলিউডে পা রাখা নিয়ে দারুণ উচ্ছ্বসিত রাশমিকা।

রাশমিকা শুটিংয়ের সময় রণবীরের সঙ্গে তাঁর কিছু অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন।

 

অভিযোগ

 

এই দক্ষিণি কন্যা বলেন, ‘রণবীর দারুণ মিষ্টি ছেলে। আমি তার সঙ্গে কাজ করার জন্য আগে থেকেই উৎসাহিত ছিলাম। তবে প্রথম সাক্ষাতের দিন অনেক নার্ভাস ছিলাম। রণবীরের সঙ্গে প্রথমবার মাত্র পাঁচ মিনিটের জন্য দেখা হয়েছিল। আমরা ছবির লুক টেস্টের জন্য গিয়েছিলাম। আর এই পাঁচ মিনিটেই তার সঙ্গে আমি অত্যন্ত সহজ হয়ে গিয়েছিলাম। রণবীরের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম।’

 

অভিযোগ

তবে রণবীরের বিরুদ্ধে ছোট্ট একটা অভিযোগ আছে রাশমিকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুটিংয়ের কথা উঠলেই রণবীর আর পরিচালক সন্দীপের কথা মনে আসে। তাদের সঙ্গে অত্যন্ত মজা করে কাজ করছি। পুরো ইন্ডাস্ট্রিতে রণবীরই একজন, যে আমাকে “ম্যাম” বলে ডাকে। আর আমার তা মোটেও পছন্দ নয়।’

 

অভিযোগ

 

ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ

বাংলাদেশি নারী পোশাককর্মী নেবে জর্ডান, সাক্ষাৎকার সরাসরি

Leave A Reply

Your email address will not be published.