গুঞ্জনগুলো সত্যি হলে জুভেন্টাস হয়তো একটু বিরক্তই হবে—আবার বার্সেলোনা!
পিএসজি থেকে আনহেল দি মারিয়ার এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল কদিন আগে। কিন্তু লা ফিনালিসিমায় দি মারিয়ার আর্জেন্টিনা ৩-০ গোলে ইতালিকে হারিয়ে দিল, তার আগে-পরে দি মারিয়াও বেশ ভালো খেলেছেন, তারপরই আবার দি মারিয়ার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শুরু হলো। কোনো কিছুই এখনো আনুষ্ঠানিক রূপ পায়নি, তবে নতুন গুঞ্জন, বার্সেলোনায় যেতে আগ্রহী দি মারিয়া আপাতত জুভেন্টাসকে অপেক্ষায় রেখেছেন।
এখন আবার নাহুয়েল মলিনাকে নিয়েও জুভেন্টাস-বার্সার টানাটানির সম্ভাবনা।
গত জানুয়ারিতে আবার বার্সায় ফেরা দানি আলভেজ এখনো কাতালুনিয়ায় আছেন, তবে তাঁর বয়স ৩৯ বছর। আরেক দানি আলভেজের খোঁজে তো বার্সা অনেক দিন ধরেই, নির্দিষ্ট করে বললে ২০১৬ সালে আলভেজ প্রথম দফায় বার্সা ছাড়ার পর থেকেই। সে পথে এবার আর্জেন্টিনা দলে মেসির ‘আলভেজ’ মলিনার দিকেই চোখ পড়েছে বার্সার।
মলিনা একদিকে মেসির আলভেজ, অন্যদিকে মেসিকেই আদর্শ মেনে বড় হয়েছেন। একজন রাইটব্যাকের আদর্শ মেসি শুনে একটু খটকা লাগছে? মাসখানেক আগে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমে সাক্ষাৎকারে নিজের আদর্শ নিয়ে প্রশ্নে সেটির ব্যাখ্যা দিয়েছেন মলিনা, ‘(আমার আদর্শ) মেসি! কারণ যখন ছোট ছিলাম, আমি রাইটব্যাক ছিলাম না।
আক্রমণে ওপরের দিকেই খেলতাম। মেসিকেও অনেক ভালো লাগে। এর মানে এই নয় যে আমি তাঁর কাছাকাছি মানের ছিলাম বা এ রকম কিছু, কারণ শুধু এটাই ছিল যে—তিনি কী অসাধারণ একজন খেলোয়াড়! অন্য যে কারও চেয়ে উঁচু মানের।’