চুয়াডাঙ্গার বিধবা শাহিদা ও তাঁর সন্তানদের সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে তৎপর সংঘবদ্ধচক্র

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় মৃত রজব আলীর স্ত্রী শাহিদা খাতুন ও তাঁর সন্তানদের বাড়ি ও দোকানসহ সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে দামুড়হুদার দশমীপাড়ার বাসিন্দা ও দামুড়হুদা ফিলিং স্টেশনের মালিক শাহজাহান আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র তৎপরতা চালাচ্ছে।

 

চক্রটি ইতিমধ্যে মৃত রজব আলীর ছেলে হেলাল উদ্দীন ও শাহিন আলীকে মারধর এবং তাঁদের দোকান থেকে ২ লাখ টাকা মূল্যের পণ্য জোরপূর্বক ডাকাতি এবং নগদ ৫০ হাজার ২ শো ৫০ টাকা ছিনতাই করেছেন। এসময় হেলাল উদ্দিনকে মারধর করার অভিযোগ উঠেছে। তাকে মুমুর্ষ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত, দামুড়হুদা থানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ (১) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

এছাড়া, ১৫ জুন শাহিন আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ (১) ধারায় দায়ের করা মামলাটি আমলে নেওয়া হয়েছে।

 

আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো, কবীর হোসেন সোমবার এক আদেশে, নালিশী পিটিশনে বর্ণিত বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়ের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

 

এদিকে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রটের আমলী আদালত দামুড়হুদা থানার বিচারক রিপন আলী অভিযোগ আমলে নেন এবং জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

 

শাহিন আলী বলেন, অভিযুক্ত শাহজাহান আলীসহ চক্রের সদস্যরা আমাদেরকে হত্যাচেষ্টাসহ ঘরবাড়ি-দোকানপাট জোর পূর্বক দখল করে উচ্ছেদ করার পায়তারা করছেন।

 

শাহজাহান বলে বেড়াচ্ছেন, পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী আমার কেনা। আমি যা বলব তাই হবে। এমতাস্থায় আমরা সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

 

এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন শাহিন।

Leave A Reply

Your email address will not be published.