চাঁদপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশার তিন যাত্রীর

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সদর উপজেলার বাগাদী এলাকার রিপন গাজী (৩৫), ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা গ্রামের মাসুদ পাটওয়ারী (৫০) ও একই গ্রামের লিটন হাজারী (৪৫)। এ ঘটনায় আহত হন সদর উপজেলার বালিয়া গ্রামের রিকশাচালক খোরশেদ শেখ (৬৫)।

চাঁদপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল

 

প্রত্যক্ষদর্শীর বাগরা বাজার এলাকার আহসান উল্লাহ বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এ সময় হতাহতের ঘটনা ঘটে। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে ওসি জানান।

 

 

 

চাঁদপুরে

 

রেলক্রসিং নিরাপদ করতে মনোযোগ নেই, একের পর এক দুর্ঘটনা

‘টেস্ট ও টি-টোয়েন্টিতে আমাদের আরও কিছু খেলোয়াড় দরকার’

Leave A Reply

Your email address will not be published.