গৃহবধূকে হত্যা ও লাশ গুমের মামলায় একজনের মৃত্যুদণ্ড

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ও তাঁর লাশ গুমের মামলায় টুটুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত টুটুল উপজেলার চর পাইকারহাটি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। অন্যদিকে নিহত ওই নারী হলেন একই গ্রামের আরশেদ মল্লিকের স্ত্রী আলেয়া খাতুন।

গৃহবধূকে

 

 

ঘটনার পাঁচ দিন পর ৬ নভেম্বর পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে টুটুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। টুটুল হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে পুলিশ গিয়ে ধানখেত থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আলেয়া খাতুনের মেয়ে সাবানা আক্তার বাদী হয়ে টুটুল হোসেনকে আসামি করে ৭ নভেম্বর সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ২০১৮ সালের ৩১ জানুয়ারি টুটুলকে আসামি রেখে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গৃহবধূকে

 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি খন্দকার আবদুর রকিব বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। রায়ের সময় টুটুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

গৃহবধূকে গৃহবধূকে

ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

রামগড় স্থলবন্দর আপাতত আমদানি–রপ্তানি নয়

Leave A Reply

Your email address will not be published.