পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ও তাঁর লাশ গুমের মামলায় টুটুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত টুটুল উপজেলার চর পাইকারহাটি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। অন্যদিকে নিহত ওই নারী হলেন একই গ্রামের আরশেদ মল্লিকের স্ত্রী আলেয়া খাতুন।
ঘটনার পাঁচ দিন পর ৬ নভেম্বর পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে টুটুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। টুটুল হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে পুলিশ গিয়ে ধানখেত থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আলেয়া খাতুনের মেয়ে সাবানা আক্তার বাদী হয়ে টুটুল হোসেনকে আসামি করে ৭ নভেম্বর সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ২০১৮ সালের ৩১ জানুয়ারি টুটুলকে আসামি রেখে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি খন্দকার আবদুর রকিব বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। রায়ের সময় টুটুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গৃহবধূকে গৃহবধূকে