সেই জনপ্রিয় গান গাইলেন ইমরান, প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল এই অভিনেত্রী

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

গানটির জন্য ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা, গীতিকার কবির বকুল ও সুর-সংগীতকার কৌশিক হোসেন তাপস। প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন

এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

 

সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। চলতি মাসেই গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে।

 

গানটির নতুন সংস্করণ প্রসঙ্গে বলেন, ‘মূল গানটির অসাধারণ সুর করেছেন তাপস ভাই। চন্দন দাদার কণ্ঠে দারুণ হয়েছে গানটি। আমার খুব ভালো লাগে গানটি। প্রায়ই শোনা হয়। সেই ভালোবাসা থেকেই নতুনভাবে গানটি করতে আগ্রহী হয়েছি।’

 

জনপ্রিয়
গানটি নতুন করে গাওয়ার প্রেরণা প্রসঙ্গে  আরও বলেন, ‘এক দিন চন্দনদা ও বকুল ভাইয়ের সামনে গানটি গুনগুন করে গাইছিলাম। বলছিলাম, চন্দনদা গানটি আমার খুব ভালো লাগে। আমার আগ্রহ দেখে দাদা বললেন, ‘‘তাহলে তোমার একটি ভার্সন করো না। সমস্যা নেই।’’ আমি লোভ সামলাতে পারলাম না। প্রস্তুতি শুরু করলাম। এভাবেই গানটি হলো।’

গানটির নতুন সংস্করণ প্রসঙ্গে ইমরান বলেন, ‘মূল গানটির অসাধারণ সুর করেছেন তাপস ভাই। চন্দন দাদার কণ্ঠে দারুণ হয়েছে গানটি। আমার খুব ভালো লাগে গানটি। প্রায়ই শোনা হয়। সেই ভালোবাসা থেকেই নতুনভাবে গানটি করতে আগ্রহী হয়েছি।’
গানটি নতুন করে গাওয়ার প্রেরণা প্রসঙ্গে ইমরান আরও বলেন, ‘এক দিন চন্দনদা ও বকুল ভাইয়ের সামনে গানটি গুনগুন করে গাইছিলাম। বলছিলাম, চন্দনদা গানটি আমার খুব ভালো লাগে। আমার আগ্রহ দেখে দাদা বললেন, ‘‘তাহলে তোমার একটি ভার্সন করো না। সমস্যা নেই।’’ আমি লোভ সামলাতে পারলাম না। প্রস্তুতি শুরু করলাম। এভাবেই গানটি হলো।’

 

 ইমরান

 

মূল গানটির সবকিছু ঠিক রেখেই নতুনভাবে করা হয়েছে ‘আমি নিঃস্ব হয়ে যাব’। ইমরান বলেন, ‘মূল গানটি সিনেমায় বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।’
ইমরানের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গাওয়া নিয়ে চন্দন সিনহা বলেন, ‘ইমরানের নাকি গানটি খুব পছন্দ। তাঁর মতো করে গানটির একটি ভার্সন করতে চেয়েছিলেন। আমিও অনুমতি দিয়েছি। তা ছাড়া দেখলাম গানটিও নানাভাবে বেঁচে থাকবে।’

ইমরান

গাওয়ার পর সারিকাকে গানটি শুনিয়েছেন ইমরান। শোনার পর চন্দনের প্রতিক্রিয়া, ভালো গেয়েছেন তিনি।
এদিকে এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সারিকা। এটাই তাঁর জন্য প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হওয়া। সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’
ইমরান জানান, আগামী সপ্তাহে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে।

 

জনপ্রিয় জনপ্রিয়

 

গাইলেন গাইলেন গাইলেন গাইলেন

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রী-র মৃত্যু

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে সংস্কৃতিকর্মীদের অনুরোধ

Leave A Reply

Your email address will not be published.