গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক বিকেলে

ডিজেলসহ জ্বালানি তেলের দাম কমায় এবার গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীর বিআরটিএ সদর দপ্তরে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসছেন পরিবহনমালিকেরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক বিকেলে

 

এর আগে গত সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে এখন ১০৯ টাকায় বিক্রি হবে। প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হয়েছে গত সোমবার রাত ১২টার পর থেকে।

 

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক বিকেলে

 

এর আগে ৫ আগস্ট বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রল ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূরপাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

 

 

 

গণপরিবহনের গণপরিবহনের

 

খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত: ফখরুল

অভিনেতা সাগর হুদার প্রয়াণ

Leave A Reply

Your email address will not be published.