Ultimate magazine theme for WordPress.

স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে গেলেন বেল-বেনজেমা

ইনজুরির কারণে স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে গেলেন রিয়ালের দুই তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল ও করিম বেনজেমা। সৌদি আরবে হতে যাওয়া এই টুর্নামেন্টে তারাসহ চারজনের খেলা অনিশ্চিত।

ওয়েলস তারকা গ্যারেথ বেল শ্বাস নালীর ইনফেকশনে ভুগছেন। অন্যদিকে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এর আগে ইনজুরির কারণে আরও এক ম্যাচে খেলতে পারেননি বেনজেমা। 

আগামী সোমবার সৌদি আরবের উদ্দেশ্যে স্প্যানিশ সুপার কাপ খেলতে উড়াল দেবে রিয়াল। তারা দ’জন ছাড়াও আগে দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েন এডন হ্যাজার্ড ও মার্কো অ্যাসেনসিও। 

তিন স্ট্রাইকার ও এক মিডফিল্ডারের অনুপস্থিতি স্বভাবতই চিন্তার ভাঁ ফেলেছে কোচ জিদানের কপালে। তাদের পরিবর্তে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও লুকা জোভিচকে দলে নেওয়া হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.