Ultimate magazine theme for WordPress.

যে কারণে জার্সি নম্বর বদল করলেন মুমিনুল!

জিম্বাবুয়েকে পেলেই বদলে যায় বাংলাদেশ। টাইগারদের প্রিয় প্রতিপক্ষ আফ্রিকার দলটি। ম্যাচে পরিবর্তন দেখা গেছে অধিনায়ক মুমিনুল হকেরও। নেতৃত্ব, ব্যাটিং, রণপরিকল্পনা সব কিছুতেই ছিল পরিপক্কতার ছাপ। শুধু কি মুমিনুলের মাঝেই এই বদল? বদলে গিয়েছিল যে তার জার্সি নম্বরও।

অনেকেই হয়তো বিষয়টি খেয়াল করেননি। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুল তার আগের নম্বরওয়ালা জার্সিটি গায়ে চড়াননি। নতুন নম্বর নিয়ে নেমেছিলেন।

পূর্বে মুমিনুলের পিঠে দেখা যেতো ‘৬৮’ নম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে দেখা গেল ‘০৭’। আর এই সেভেন নম্বরওয়ালা জার্সিটিই যেন ‘লাকি সেভেন’-এর মতো কাজ দিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলেন মুমিনুল।

স্বভাবতই এই জার্সি বদল নিয়ে প্রশ্ন ওঠলো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। মুমিনুলকে প্রশ্ন করা হয়েছিল-জার্সি নম্বর পরিবর্তনের কারণ কি? জবাবে সহজভাবেই উত্তর দিলেন বাংলাদেশ অধিনায়ক। জানালেন, বিশেষ কোনো কারণ নেই।

মুমিনুলের ভাষায়, ‘না, ওরকম কোনো কারণ নেই আসলে। ওরকম স্পেসিফিক কোনোই কারণ নেই। আলাদা কোনো ব্যাপার ছিল না, এমনিতেই পরিবর্তন করলাম আর কি!’

Leave A Reply

Your email address will not be published.