চলে যাচ্ছেন টাইগারদের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলেই বাংলাদেশের চাকরি ছেড়ে দেবেন শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার। যোগ দিবেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদে। তার বিদায়ের মধ্য দিয়ে বিদায় নেবে তার পদও।
মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে আর কোনো ট্রেনার নিয়োগ দিচ্ছে না। ট্রেনারের বদলে তৈরি করা হয়েছে নতুন পদ। নতুন এ পদে ইতোমধ্যে নিয়োগও দিয়ে ফেলেছে বিসিবি।
তিন বছরের জন্য ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে নিকোলাস ট্রেভর লি-কে নিয়োগ দিয়েছে বোর্ড। ৩৬ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এ ক্রিকেটার সর্বশেষ কাজ করেন শ্রীলঙ্কা জাতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে।