শ্বাসরুদ্ধকর ম্যাচে কাতালান জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং স্পোর্টস সিটি স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে লিওনেল মেসির দল।
শুরু থেকেই আক্রমণ আর প্রতি-আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। এক পর্যায়ে গোলশূণ্যই শেষ প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধে দুপক্ষের জালে ৫ বার গোল উৎসব হয়। এর মধ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই কোকের গোলে লিড নেয় অ্যাথলেটিকো। ৫ মিনিট পরই বার্সেলোনাকে সমতায় ফেরান মেসি। ৫৯ মিনিটে হ্যান্ডবলে মেসির করা পরের গোলটি বাতিল হলেও ৬২ মিনিকে বার্সেলোনা এগিয়ে যায় আতোয়ান গ্রিজম্যানের গোলে। ৭৫ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় জেরার্ড পিকের করা আরও একটি গোল।
৮১ মিনিটে আলবারো মোরাতার গোলে আবারও ম্যাচে ফিরে অ্যাথলেটিকো। শেষ মুহূর্তে অ্যানহেল কোরেয়ার গোলে ফাইনাল নিশ্চিত করে দলটি।
ঠিক এর একদিন আগেই ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে আসরে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
আগামী ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাদ্রিদ ডার্বি শো দেখবে ফুটবল বিশ্ব।