টাইগারদের নতুন কাপ্তান চট্টলার খান সাহেব তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজার স্থালাভিষিক্ত হয়েছেন তিনি। তবে নতুন দায়িত্ব পেয়েই আত্মসমালোচনা করেছেন তিনি। বলেছেন, ব্যর্থ হলে এই গুরু দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। বেশিদিন তিনি এই পদে থাকবেন না তিনি।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়কত্বের অনুশীলন করার করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের নেতৃত্ব দেবেন টাইগারদের নতুন এই অধিনায়ক।
শনিবার (১৪ মার্চ) প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা পাঁচটায় ব্যর্থতা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হব না, আপনারাও হবেন না। দর্শকদেরও একই অনুরোধ করব। চেষ্টা করব যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।’
হুট করেই মাশরাফির শূন্যতা পূরণের আশা দেখাননি তামিম। মাশরাফি ছিলেন মাঠে ও মাঠের বাইরে বাংলাদেশের সেরা অধিনায়ক। বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠের বাইরের অধিনায়কত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তামিম নিজেকে ব্যর্থ মনে করলে দায়িত্ব নিজ থেকে ছেড়ে দেবেন বলেই জানালেন, ‘যদি কোনো কারণে কোনো সময়- সেটা ছয় মাস হোক বা এক বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন, যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলব “স্যরি”।’