তামিম ইকবাল আশা দেখিয়েও হতাশ করলেন সমর্থকদের। ব্যক্তিগত ৪১ রানে আউট হয়েছেন দেশসেরা এ ওপেনার। তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এটিই তার টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি। তার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।
শেষ খবর পর্যন্ত ২ উইকেটে ১৬২ রান করেছেন টাইগাররা। শান্ত ৬৭ ও মুমিনুল ৩৯ রান নিয়ে ব্যাট করছেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সূচনালগ্নেই ফিরে আসেন সাইফ হাসান। তাকে সাজঘরে ফেরত পাঠান ভিক্টর নায়াউচি।
পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন তামিম ইকবাল। ধীরে ধীরে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা। একপর্যায়ে জমে যায় তাদের জুটি। ফলে জিম্বাবুয়ে বোলারদের শাসাতে শুরু করেন তামিম-শান্ত। তাতে হু হু করে বাড়ে বাংলাদেশের রান। দুজনই এগিয়ে যান ফিফটির পথে।
কিন্তু হঠাৎ ছন্দপতন। ডোনাল্ড তিরিপানোর বলে সাজঘরে ফেরেন তামিম। ফেরার আগে ৭ চারে ৪১ রান করেন তিনি। তাতে শান্তর সঙ্গে ড্যাশিং ওপেনারের ভাঙে ৭৮ রানের প্রতিরোধ গড়া জুটি।
জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের সকালে মাঠে নামে বাংলাদেশ। সেক্ষেত্রে সফল হন স্বাগতিকরা। প্রথম ইনিংসে সফরকারীদের ২৬৫ রানে অলআউট করে বাংলাদেশ।