কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাবেক ইংলিশ ফুটবলার ওয়েন রুনির।
এই তারকা ফুটবলারকে ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির কোচ হিসেবে দেখা যাবে।
তবে ফুটবলকে এখনি বিদায় বলছেন না রুনি। কোচের পাশাপাশি খেলোয়াড় হিসেবেও মাঠে থাকবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডের হয়ে আরো দুই মৌসুম চুক্তি থাকলেও লন্ডনে ফিরে এসেছেন রুনি। সাবেক সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিতে চলে যাওয়ায় তার শূন্যস্থানে কোচের ভূমিকায় এলেন তিনি।
ইংল্যান্ডের জার্সিতে হয়ে সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিককে পেয়ে দারুণ খুশি ডার্বি কাউন্টি ক্লাবটি। ক্লাবটি আগামী মৌসুমে রুনির হাত ধরে আরো ভালো করতে মুখিয়ে আছে।