Ultimate magazine theme for WordPress.

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রিয়ালের সাবেক প্রেসিডেন্ট

রিয়াল মাদ্রিদের সাবেক এক প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসাপাতালে ভর্তি হয়েছেন। শুধু হাসপাতালেই ভর্তিই নয়, অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

৭৬ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের নাম লোরেঞ্জো সানজ। স্প্যানিশ মিডিয়া আইডিয়ালের সঙ্গে এক মুখপাত্র কথা বলেছেন। তিনি যে তথ্য দিয়েছেন তাতে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই সানজ জ্বরে ভুগছিলেন।

শেষ পর্যন্ত সেই জ্বর কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাকে। আইসিইউতে উচ্চ চিকিৎসাই দেয়া হচ্ছে সাহজকে। তবুও প্রাণঘাতি করোনায় যেভাবে একের পর এক মৃত্যুর মুখে পতিত হচ্ছেন স্প্যানিশরা, তাতে লোরেঞ্জো সানজ কতটুকু টিকে থাকতে পারেন, সেটাই দেখার বিষয়।

লোরেঞ্জো সানজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। তার অধীনে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল লজ ব্লাঙ্কোজরা। ৭ম এবং ৮মটি।

Leave A Reply

Your email address will not be published.