Ultimate magazine theme for WordPress.

ওয়ানডে নেতৃত্ব হারাচ্ছেন ডুপ্লেসিস

অক্টোবরে আসন্ন ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। তবে সংক্ষিপ্ত ভার্সনে নেতৃত্ব হারাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার জায়গায় নতুন কাউকে নেতা হিসেবে পেতে পারেন প্রোটিয়ারা। গত রবিবার প্রধান কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে সরিয়ে দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা(সিএসএ)। এরপরই দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

ভারত সফরে ডু প্লেসিস অধিনায়কত্ব করবেন- সিএসএর রবিবারের দেয়া বিবৃতিতে এমন কিছু বলা হয়নি। টিম ডিরেক্টর এ সফরে এক বা একাধিক অধিনায়ক নির্বাচন করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ভারপ্রাপ্ত ক্রিকেট ডিরেক্টর করি ভ্যান জিল সোমবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে কিছু বিষয়ের ব্যাখ্যা দেন।

ভ্যান জিল নিজেই অস্থায়ী দল নির্বাচন কমিটির প্রধান হিসেবে থাকবেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পুরো কমিটি নিয়ে বৈঠক করবেন। ভারত সফরে অস্থায়ী টিম ডিরেক্টর কাউকে নিয়োগ দেয়ার বিষয়ে আলোচনা করছেন কবলেও জানান তিনি। ভারত সফরে টেস্ট ফরম্যাটে ডু প্লেসিস প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন নিশ্চিত করে ভ্যান জিল। তবে আগামী চার বছর পর ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনামত সাদা বলের নেতা নির্বাচন করা হবে জানান তিনি।

ভ্যান জিল বলেন, ২০২৩ বিশ্বকাপের দিকে নজর দেয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা কৌশল দরকার। সুতরাং আমাদের এ্যাপ্রোচটা কি হবে সেটি বিবেচনা করেই অধিনায়ক নির্বাচন করতে হবে। 

তিনি আরো বলেন, টেস্ট দলের নেতৃত্ব দেবেন ফাফ এবং এরপর ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে আমরা সাদা বলের কৌশল ঠিক করব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচেই নতুন অধিনায়ক দেখা যাবে। এরপর বিশাখাপত্তনমে ২ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। চলতি মাসে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ভারত সফরে ৫০ ওভার ফরম্যাটে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

Leave A Reply

Your email address will not be published.