দীর্ঘদিন পর একদিনের ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। মাশরাফিকে অধিনায়ক করেই জিম্বাবুয়েল বিপক্ষে ১ম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে দীর্ঘ সময় পিঠের চোটের কারণে দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে চলেছেন এই সিরিজের মধ্য দিয়ে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।