Ultimate magazine theme for WordPress.

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ইংল্যান্ড দল ঘোষণা

বিশ্বকাপের শিরোপা জিতে উৎসবটা এখনো শেষ করতে পারেননি জো রুটরা। এরই মধ্যে পাঁচদিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের। আগামী সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের ঘোষিত দলে ডাক পেয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা জেসন রয়। তবে ফাইনালের ম্যাচসেরা পুরস্কার জেতা বেন স্টোকসের জায়গা হয়নি দলে। জো রুটকে অধিনায়ক করে ঘোষিত দলে আরো আছেন জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডের মত তারকা।

ইংল্যান্ডের টেস্ট দল : 
জো রুট, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, অলি স্টোন, ক্রিস ওকস।

Leave A Reply

Your email address will not be published.