কালবৈশাখি ঝড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় পাঁচ মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকারেজে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের চার্লি অ্যাংকারেজে ওই বাল্কহেডটি ডুবে যায়। সেখানে পাঁচজন মাঝি ছিলেন। পাঁচজনই জীবিত উদ্ধার হয়েছে। তবে বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দেওয়া হয়েছে। জাহাজ চলাচলে সতর্কতার অংশ হিসেবে এটা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল নিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ো হাওয়ার কবলে পড়েই ওই বাল্কহেডটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
টানা তাপদহের পর বুধবার সকালে চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় কালবৈশাখি ঝড় বয়ে যায়।
চট্টগ্রামের আবহাওয়া অফিসের কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখি শুরু হয়। যা প্রায় একঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটার।
সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস