পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার চৌরাস্তা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই বাসচালকের সহকারী (হেলপার) মারা গেছেন।
আজ শনিবার সকাল পৌনে নয়টায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম মো. শহীদুল রানা (৩৫)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের নারকেলী গ্রামে। তাঁর বাবার নাম মো. আমজাদ হোসেন।
স্থানীয় লোকজন বলেন, মোল্লা পরিবহন নামের বাসটি কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়ানো ছিল। চালক এসে বাসে উঠেই বাসটি স্টার্ট করে সামনের দিকে যেতে থাকে। এ সময় ওই বাসচালকের সহকারী শহীদুল রানা বাসটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, তাঁরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। আর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।