করোনা শনাক্ত দেড় শ ছাড়াল, শনাক্তের হার আবার ৩-এর বেশি

দেশে টানা তৃতীয় দিনের মতো দৈনিক করোনা রোগী শনাক্ত ১০০-এর বেশি হয়েছে।

 

করোনা

 

আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১৬২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এ সময় কারও মৃত্যু হয়নি।

আগের দিন ১২৮ জনের শনাক্ত হয়েছিল। তার আগের দিন শনাক্ত হয়েছিল ১০৯ জনের। গত ২৫ মার্চের পর ওই দিনই প্রথম ১০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছিল।
বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে. সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

 

করোনা

 

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে   বিধিনিষেধ। গত ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক শূন্য ৯১ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ১৫৩ জন ঢাকার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে সাত, রাজশাহীতে এক ও বরিশাল বিভাগে একজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

 

করোনা

 

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

 

 

 

তিস্তা চুক্তির জন্য সবুর করতে বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

জমি ও ফ্ল্যাটে কালো টাকা সৃষ্টি হচ্ছে: অর্থমন্ত্রী

Leave A Reply

Your email address will not be published.