চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৯।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ১৯৪। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৩১ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।