এশিয়া কাপ ‘কেউ বলতে পারবে না, দলের কেউ চার-ছক্কা মারতে পারে না’

এশিয়া কাপ শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু বাংলাদেশ দলের এশিয়া কাপ আজ থেকে শুরু হচ্ছে না।

মঙ্গলবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল।

এখন চলছে দলের শেষ প্রস্তুতি। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সেই প্রস্তুতি থেকে সমর্থকদের জন্য আশার বার্তাই দিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

অনেক দিন পর তিন সংস্করণেই দলে ফিরেছেন এনামুল। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য তেমন ভালো করতে পারেননি। সব মিলিয়ে করেছিলেন মাত্র ২৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সেভাবে হাসেনি তাঁর ব্যাট—২৬, ১৬ ও ১৪। ‘ডট’ বল খেলায় সমালোচিত হয়েছিলেন। এশিয়া কাপ তাঁর জন্য বড় সুযোগ। ওপেনিংয়ে দলের জন্য রান করার চ্যালেঞ্জ নিতে হবে এনামুলকে। এবার এশিয়া কাপের সংস্করণটা যেহেতু টি-টোয়েন্টি, তাই নিতে হবে দ্রুত রান তোলার চ্যালেঞ্জ।

এশিয়া কাপ ‘কেউ বলতে পারবে না, দলের কেউ চার-ছক্কা মারতে পারে না’

অথচ একটা আক্ষেপ আছে, বাংলাদেশ দলে পাওয়ার হিটার নেই। এনামুল মনে করেন, বাংলাদেশ দলে পাওয়ার হিটারের চেয়ে ভালো পরিকল্পনা বেশি প্রয়োজন। আইসিসি একাডেমি মাঠে দ্বিতীয় অনুশীলন শেষে ভিডিও বার্তায় এনামুল বলেছেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি জরুরি। কেউ বলতে পারবে না, দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়।’

এনামুল মনে করেন, বাংলাদেশ দলে সবারই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। কোন বোলারকে মারতে হবে, কখন মারতে হবে, কখন মারা উচিত হবে না…এসব বুঝেই ব্যাটসম্যানদের প্রায় সবাই কমবেশি মারতে পারেন। শুধু একটু সময় দিতে হবে। ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু দেখেন না এনামুল, ‘তাদের (ব্যাটসম্যান) নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক, ৩-৪ বল হোক; এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়ের চার-ছক্কা মারার সামর্থ্য আছে। আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে।’

এশিয়া কাপ ‘কেউ বলতে পারবে না, দলের কেউ চার-ছক্কা মারতে পারে না’

 

বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে অনুশীলন করছেন এনামুল। ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান জানালেন নিজের ভাবনার কথা, ‘যেহেতু এশিয়া কাপ বড় মঞ্চ, চেষ্টা করব দলকে কার্যকর ইনিংস উপহার দেওয়ার। নিজেকে ভাগ্যবান মনে করছি। ইনিংসের যেন শুভসূচনা করতে পারি। মিরাজ, তাসকিন, সাকিব ভাই, মুশফিক ভাই, আফিফ—সবাই অনেক সাহায্য করেছে। টপ অর্ডারে ভালো স্কোর দাঁড় করালে তাদের জন্যও সুবিধা হবে। আবার মিডল অর্ডার ভালো করলে লোয়ার মিডল অর্ডারের জন্য ভালো হবে। দলীয় স্কোর বড় করলে বোলারদের জন্য ভালো হবে। আশা করছি দারুণ সূচনা এনে দিতে পারব, সেভাবেই অনুশীলন করছি।’

অনুশীলন থেকে এনামুল মাঠে কতটুকু ফলাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

ডমিঙ্গোর ওপর ক্ষুব্ধ বিসিবি, যা বললেন জালাল ইউনুস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে খেলোয়াড়দের অবসর নিয়ে চিন্তিত ফিকা

Leave A Reply

Your email address will not be published.