এশিয়া কাপে বাংলাদেশের সহঅধিনায়ক আফিফ

এশিয়া কাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানায় বিসিবি। বেশ কিছুদিন পর এ সংস্করণে কাউকে সহ অধিনায়ক করা হলো। সাকিব আল হাসানের সহকারী হিসেবে কাজ করবেন আফিফ।

২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার।

এশিয়া কাপে বাংলাদেশের সহঅধিনায়ক আফিফ

 

আফিফকে সহঅধিনায়ক দেওয়ার মধ্য দিয়ে একটি শূন্যতাই আপাতত পূরণ করল বিসিবি। বাংলাদেশ জাতীয় দল তিন সংস্করণেই বেশ কিছুদিন চলেছে সহ অধিনায়ক ছাড়া। গত জুনে সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক করার সময় ওই সংস্করণে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে।

টি-টোয়েন্টিতে অবশ্য এ দায়িত্বে এত দিন কেউ ছিলেন না। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তখনকার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় নুরুল হাসানকে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে সিরিজ শেষ হয়ে যায় নুরুলের। শেষ ম্যাচে দায়িত্ব পালন করেন মোসাদ্দেক হোসেন।

এশিয়া কাপে বাংলাদেশের সহঅধিনায়ক আফিফ

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক আসছেন, সেটি মোটামুটি নিশ্চিত হয়েছিল তখনোই। সাকিবকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটিও নিশ্চিত ছিল প্রায়। তবে বেটউইনারের সঙ্গে তাঁর চুক্তির কারণে অনিশ্চিত হয়ে পড়ে সব। সে সময় বিসিবি সভাপতি জানান, টি-টোয়েন্টির পরবর্তী অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন চারজন— সাকিব, মাহমুদউল্লাহ, নুরুল ও লিটন। একজনকে এরপর সহঅধিনায়ক করা হবে, এমনও বলেন তিনি।

নুরুল অবশ্য এশিয়া কাপে খেলতে পারছেন না জিম্বাবুয়ে সিরিজে পাওয়া ওই চোটের কারণেই। প্রাথমিকভাবে এশিয়া কাপের দলে তাঁকে রাখা হলেও পরে জানানো হয়, সেরে উঠতে আরও সময় লাগবে তাঁর।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ।

 

 

 

শ্রীলংকা-আফগানিস্তান লড়াই: পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের সামনে শ্রীলঙ্কার অসহায় আত্মসমর্পণ

Leave A Reply

Your email address will not be published.