এবার ভারতের রাজ্যসভার ১৯ সদস্য সাময়িক বহিষ্কৃত

ভারতের রাজ্যসভা থেকে বিরোধী দলের ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আজ মঙ্গলবার তাঁদের বরখাস্ত করা হয়। এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য গতকাল সোমবার লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করেন স্পিকার। খবর এনডিটিভির
রাজ্যসভার নেতা ও ক্ষমতাসীন বিজেপির নেতা পীযূষ গয়াল বলেছেন, রাজ্যসভা থেকে বিরোধী দলের নেতাদের বরখাস্ত করা উদ্বেগের বিষয়।

তাঁরা চেয়ারম্যানের অনুরোধ উপেক্ষা করছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সুস্থ হয়ে পার্লামেন্টে ফিরে আসার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিতর্ক করতে যাচ্ছে সরকার।

এর আগে গতকাল সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার ওম বিড়লা বিক্ষোভ দেখানো বরদাশত না করে চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষা অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করেন। তিনি বলেন, বেলা তিনটায় আলোচনার অনুমতি দেওয়া হবে। কিন্তু সে সময়ও বিক্ষোভ চলায় স্পিকার ওম বিড়লা বাধ্য হয়ে ওই ব্যবস্থা নেন।

আজ মঙ্গলবারও রাজ্যসভায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় বিরোধী দলের ১৯ এমপির বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্তের পর এমপিরা পার্লামেন্ট ত্যাগ না করে বিক্ষোভ করায় প্রায় এক ঘণ্টা অধিবেশন মুলতবি রাখা হয়।

ভারতের রাজ্যসভা

 

ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের এমপিরা অনেক দিন ধরেই সোচ্চার। আজ রাজ্যসভার ১৯ এমপিকে বরখাস্তের ঘটনায় বিরোধী দলের ক্ষোভ আরও বেড়ে যাবে। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দলের অর্থনৈতিক ও সামাজিক নীতি নিয়ে সমালোচনা করায় তাঁদের কণ্ঠ রোধ করতে চাইছে সরকার।

এদিকে বরখাস্তের ঘটনার পর অনেকেই এর প্রতিবাদ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন সাংবাদিকদের বলেন, ‘সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে।’

ভারতের রাজ্যসভা

বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে সাতজনই তৃণমূল কংগ্রেসের। তাঁরা হলেন সুস্মিতা দেব, মওসুম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, অভিরঞ্জন বিশ্বার, মো. নাদিমুল হক। এ ছাড়া রয়েছেন তামিলনাড়ুর দ্রাবিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের সদস্য এম হামিদ আবদুল্লাহ, এস কল্যাণসুন্দরম, আর গিরঞ্জন, এন আর এলাঙ্গো, এম শানমুগাম, কানিমজি এনভিএন সোমু। তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির (টিআরএস) এমপি লিনগাইয়া যাদব, রবীন্দ্র ভাদিরাজু, দামোদর রাও দিভারকোন্ডা। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) এ এ রহিম, ভি সিভাদসন এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার এমপি সন্দোষ কুমার পি।

 

 

ভারতের  ভারতের

 

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

তিউনিশিয়ার ‘বিতর্কিত’ সংবিধানের পক্ষে ভোট দিল সাধারণ জনগণ

Leave A Reply

Your email address will not be published.