ফজলহক ফারুকিকে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ নবির হাতে বন্দী হয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। শততম টি-টোয়েন্টি খেলতে নেমে ২৫ বলে ৪ চারে ৩০ রান করেছেন তিনি। একই ওভারে মাহেদি হাসানকে বোল্ড করে শূন্যহাতে ফেরত পাঠিয়েছেন ফারুকি।
এর আগে আফগান স্পিনার রশিদ খান সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৪ বলে ২১ রানে সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গে ভাঙল মুশফিকের সঙ্গে তার ৩১ বলে ৪৩ রানের জুটি। ৪৫ বলে ৪ উইকেট হারিয়ে বসা টাইগারদের উদ্ধার করেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন আফিফ হোসেন (৬) ও নাসুম আহমেদ (১)।
মেলবোর্নের সেই বিখ্যাত স্ট্যান্ড এখন ওয়ার্নের নামে
প্রথম ম্যাচেই লিটনের অর্ধশত রান
এক