ইসরায়েলকে আর বিশ্বাস করা যায় না

ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতির প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তাই শান্তিপ্রক্রিয়ার একটি পক্ষ হিসেবে তাদের আর বিশ্বাস করার সুযোগ নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে গত শুক্রবার বিশ্বনেতাদের সামনে এসব কথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

 

মাহমুদ আব্বাসের এক দিন আগে সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইয়ার লাপিদ। সে ভাষণে তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের সমাধানে তিনি পৃথক দুই রাষ্ট্র গঠনের পক্ষে। লাপিদের কথার পরিপ্রেক্ষিতে মাহমুদ আব্বাস বলেন, খুব শিগগির আলোচনা শুরুই হবে তাঁর (লাপিদ) এ কথার প্রমাণ।

ইসরায়েলকে আর বিশ্বাস করা যায় না

 

বিশ্বনেতাদের সামনে ইসরায়েল সম্পর্কে আবার একই অভিযোগ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। মাহমুদ আব্বাস বলেন, কোনো জবাবদিহি ছাড়াই ইহুদি রাষ্ট্র ইসরায়েল গাজা উপত্যকা ও পশ্চিম তীরের জনগণের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে। তাই ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনার আশা ছেড়েই দিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েল তাদের পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃত নীতির মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানকে ধ্বংস করছে। এটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না। ফলে আমাদের দিক থেকে আমরা আর একজন ইসরায়েলি অংশীদার পাচ্ছি না, যার সঙ্গে আমরা কথা বলতে পারি।’

ইসরায়েলকে আর বিশ্বাস করা যায় না

 

বৃহস্পতিবার সাধারণ পরিষদে ভাষণে ইয়ার লাপিদ ‘শান্তিপূর্ণ’ একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে তাঁর সমর্থন আছে বলে জানান। শুক্রবার আব্বাস তাঁর ভাষণে লাপিদের বক্তব্যকে ইতিবাচক অগ্রগতি বলে অভিহিত করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, তাঁর এ কথা সত্য প্রমাণে আগামীকালই আলোচনা শুরু করতে হবে।

 

 

 

অধিকৃত অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া: ল্যাভরভ

অপরিশোধিত তেলের দাম কমছে মন্দার আশঙ্কায়

Leave A Reply

Your email address will not be published.