‘ইন্ডিয়ানা জোনস হয়ে তোমাদের আর জ্বালব না’

দুনিয়ার সবচেয়ে খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ কে? সিনেমাপ্রেমীরা একবাক্যে বলবেন ইন্ডিয়ানা জোনসের কথা।

১৯৮১ সালে  সিরিজের প্রথম সিনেমা ‘রাইডার্স অব দ্য লস্ট আর্ক’ মুক্তির পর গত চার দশকে মুক্তি পেয়েছে সিরিজের আরও তিনটি কিস্তি।  চরিত্রে অভিনয় করে হ্যারিসন ফোর্ড হয়ে উঠেছেন সারা দুনিয়ায় এক পরিচিত নাম। দর্শক ইন্ডিয়ানা জোনস বলতে তাঁকেই বোঝেন। তবে চার দশকের এ যাত্রা শেষ হচ্ছে অবশেষে। নাম ঠিক না হওয়া  সিরিজের পঞ্চম কিস্তিতে শেষবারের মতো এ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। খবর রয়টার্সের।

 

‘ইন্ডিয়ানা জোনস হয়ে তোমাদের আর জ্বালব না’

সম্প্রতি ডিজনির ডি২৩ এক্সপোতে জানানো হয়, সিরিজের পঞ্চম কিস্তি মুক্তি পাবে ২০২৩ সালের ৩০ জুন। এক্সপোতে আমন্ত্রিত দর্শকদের জন্য ছবিটির কিছু ফুটেজও দেখানো হয়। এক্সপোতে হ্যারিসন ফোর্ডও হাজির ছিলেন। যখন পর্দায় ‘ইন্ডিয়ানা জোনস ৫’-এর ফুটেজ দেখানো হয়, দর্শকেরা দাঁড়িয়ে অভিনেতাকে শ্রদ্ধা জানান, কয়েক মিনিট ধরে হাততালি দেন। ভক্তদের উচ্ছ্বাস দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা। ভক্তদের উদ্দেশে বলেন, ‘ইন্ডিয়ানা জোনসকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা ছবি বানাই।’

‘ইন্ডিয়ানা জোনস হয়ে তোমাদের আর জ্বালব না’

শেষবার এ অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্ডিয়ানা জোনস হয়ে তোমাদের আর জ্বালব না।’

জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ইন্ডিয়ানা জোনস ৫’-এ অভিনয় করেছেন ম্যাস মিকেলসেন, থমাস ক্রেচম্যান, ফিবি ওয়ালার-ব্রিজ, আন্তোনিও বান্দেরাস প্রমুখ।

জর্জ লুকাস ও ফিলিপ কাউফম্যানের একটি গল্পের ওপর ভিত্তি করে ১৯৮১ সালে স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন সিরিজের প্রথম কিস্তি। এরপর ১৯৮৪, ১৯৮৯ ও ২০০৮ সালে মুক্তি পায় আরও তিনটি ছবি। ‘ইন্ডিয়ানা জোনস ৫’-এ স্পিলবার্গ আছেন সহ-প্রযোজকের ভূমিকায়।

 

প্রেমের শহর মাতাচ্ছে মিমের ‘পরাণ’

হলিউডের দুই অভিনেতার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Leave A Reply

Your email address will not be published.