ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের শাখা কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে আজ বুধবার এ মামলা করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর মামলার অভিযোগ তদন্তের জন্য লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন। আগামী ২৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।

ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মামলার আট আসামি হলেন জেসমিন রিভা, রাজিয়া সুলতানা, নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নুর জাহান, ঋতু আক্তার, অনিকা তাবাসসুম ও কামরুন নাহার।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্যমতে, ইডেন কলেজের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মামলায় দাবি করেন, অসুস্থ হয়ে তিনি ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। পরে সুস্থ হয়ে তিনি ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজের হলে ফিরে আসেন।

২৪ সেপ্টেম্বর আসামি জেসমিন ও রাজিয়ার নির্দেশে আসামি অনিকা তাবাসসুমসহ অন্যরা তাঁর কক্ষ থেকে ২০ হাজার টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যান। তখন আসামিরা তাঁর কক্ষ ভাঙচুর করেন।

ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মামলায় জান্নাতুল অভিযোগ করেন, পরদিন (২৫ সেপ্টেম্বর) ইডেনের আয়েশা হলের সামনে আসামি জেসমিন তাঁকে হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্য আঘাত করেন। আর আসামি জেসমিন ও মীম তাঁর ওড়না নিয়ে হত্যার উদ্দেশ্যে শ্বাস রোধ করেন। তখন জান্নাতুলকে মৃত ভেবে ফেলে যান আসামিরা।

পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তিনি গতকাল লালবাগ থানায় মামলা করতে যান। তবে থানা মামলা নেয়নি বলে আজ আদালতে অভিযোগ করেন তিনি।

 

 

 

 

শেখ হাসিনার জন্মদিন

মুসলমান সংগঠন পিএফআইকে নিষিদ্ধ করল ভারত

Leave A Reply

Your email address will not be published.